Accredited by NAAC with B++


Notice


22-06-2018 ২০১৮ সালে ভর্তির জন্য আবেদনের ভিত্তিতে অনার্স ও জেনারেল উভয় কোর্স এর প্রাথমিক মেধা তালিকা প্রকাশিত হল। এই তালিকায় নাম থাকা মানেই ভর্তির জন্য নিশ্চিত বিবেচিত হওয়া নয়। যারা ভর্তির সমস্ত নিয়ম মানার ফলেই মেধাতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তারাই আসল নথি দেখানোর পর ফাইনাল ভর্তির সুযোগ পাবে। অঙ্কে পাশ নম্বর না থাকলে অর্থনীতি সাম্মানিকে ভর্তি হওয়া যাবে না। পরিবেশবিদ্যা, থিয়োলজি ও ইস্লামিক স্টাডিজ যদি কেউ বেস্ট ফাইভ এর মধ্যে যোগ করে মেধা তালিকায় স্থান পায়, তার ভর্তিও বাতিল হবে। দুটি ভাষার যোগফলকে গড় করে প্রাপ্ত নম্বরই অনার্স বিষয়ের জন্য লিখতে হবে 'মাসকমিউনিকেশন' অনার্স এর জন্য। আরও বিষদে জানতে নোটিশ পডুন। নিয়ম বহির্ভূত ভাবে মেধাতালিকায় কারো নাম এলে এবং ভর্তি হলেও পরবর্তীকালে তার ভর্তি বাতিল হবে এবং কোন টাকা ফেরৎ পাওয়া যাবে না। এই তালিকায় কোন অসম্পূর্ণতা বা ত্রূটি নজরে এলে এবং কোন আপত্তি থাকলে আপনার রেজিস্টার্ড মেল থেকে হেল্পডেস্কে মেল করুন। সংশোধনের জন্য মার্কসিটের ছবি পাঠাবেন। ২২।৬।১৮ ও ২৩।৬।১৮ সংশোধন হবে। ফাইনাল মেরিট লিস্ট প্রকাশের পর আর কোন সংশোধনের আবেদন গ্রাহ্য হবে না।